22 C
Dhaka
Saturday, January 17, 2026

জাতীয় পার্টি একটি বিবেকহীন দল – সারজিস

advertisment
- Advertisement -spot_img

ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলম বলেছেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ব্যক্তি যদি বলেন যে তিনি শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো নথি রাখেননি, তাহলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া উচিত? তার অবস্থান কোথায় হওয়া উচিত, তা ছাত্রসমাজই ঠিক করবে।

সোমবার (২১ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে রাষ্ট্র সংস্কার নিয়ে এক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

এর আগে, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জানিয়েছিলেন যে, শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো নথি তার কাছে নেই। এই বক্তব্যের প্রেক্ষিতে সারজিস আলম তার মন্তব্য দেন।

জাতীয় পার্টির সঙ্গে রাজনৈতিক আলোচনা না করার কথা জানিয়ে সারজিস আলম বলেন, জাতীয় পার্টি হলো একটি বিবেকহীন দল, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে। তাদের সঙ্গে আলোচনা করার কোনো যৌক্তিকতা নেই।

ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা এখনো দূর হয়নি। বিভিন্ন গোষ্ঠী ও কুচক্রী মহল দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, তাদের প্রতিহত করতে হবে। প্রয়োজনে আমরা আবার রাজপথে নামবো।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ