16 C
Dhaka
Saturday, January 17, 2026

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৬ হাজারের ক্লাবে মুশফিক

advertisment
- Advertisement -spot_img

মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজার রানের মাইলফলক অর্জন করেছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে, টাইগারদের দ্বিতীয় ইনিংসে এই অনন্য কীর্তি গড়েন তিনি।

আজ মঙ্গলবার মুশফিক ৩১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তিনি যখন ২৮ রান করছিলেন, তখনই টেস্টে তার ৬০০০ রান পূর্ণ হয়। মিরপুর টেস্ট শুরুর আগে এই মাইলফলক স্পর্শ করতে মুশফিকের দরকার ছিল মাত্র ৩৯ রান।

মুশফিক ৯৩টি টেস্ট খেলে ৩৮.৪৮ গড় নিয়ে মোট ৬০০৩ রান করেছেন। তার সাদা পোশাকে ১১টি সেঞ্চুরি ও ২৭টি ফিফটি রয়েছে। টেস্টে ৬ হাজার বা তার বেশি রান করেছেন এমন ক্রিকেটারদের তালিকায় তিনি ৭৪ জনের মধ্যে একজন।

বাংলাদেশ দলের মধ্যে মুশফিকের পরেই আছেন তামিম ইকবাল, যিনি ৭০ টেস্টে ৫১৩৪ রান করেছেন, যেখানে তার ১০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি রয়েছে। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসান তৃতীয়। বিদায়ী এই অলরাউন্ডার ৭১ টেস্টে ৪৬০৯ রান করেছেন এবং তার ৫টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি রয়েছে।

এছাড়াও মুমিনুল হক ৬৬ টেস্টে ১৩টি সেঞ্চুরি ও ১৯টি ফিফটির মাধ্যমে ৪২৬৯ রান করেছেন। আর বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ৫০ টেস্টে ৩০২৬ রান সংগ্রহ করেছেন, বর্তমানে তিনি নারী ক্রিকেটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ