16 C
Dhaka
Saturday, January 17, 2026

গাম্বিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড গড়ল জিম্বাবুয়ে

advertisment
- Advertisement -spot_img

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান করার রেকর্ডটি এবার নতুন করে লিখেছে জিম্বাবুয়ে। এর আগে নেপালের দখলে ছিল এই রেকর্ড, মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪ রান করেছিল নেপাল। তবে জিম্বাবুয়ে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রান করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে। দলের হয়ে সিকান্দার রাজা ৪৩ বলে অপরাজিত ১৩৩ রান করেন।

ম্যাচ শুরুতেই ওপেনার ব্রায়ান বেনেট ও মারুমানি দুর্দান্ত শুরু করেন। বেনেট ২৬ বলে ৫০ রান করার পর ৯৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে। মারুমানিও ১৯ বলে ৬২ রান করে সাজঘরে ফেরেন।

জিম্বাবুয়ে পাওয়ার প্লেতেই শতক স্পর্শ করে, ৬ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১০৩। তিনে নেমে ডিয়ন মেয়ার্স ৫ বলে ১২ রান করেন, কিন্তু সিকান্দার রাজা চারে নেমে ঝড় তুলেন। অধিনায়ক হিসেবে তিনি ৩৩ বলে তিন অঙ্কে পৌঁছান এবং শেষ পর্যন্ত ৪৩ বলে ১৩৩ রান করেন।

এছাড়া রায়ান বার্ল ১১ বলে ২৫ রান করেন এবং ক্লিভ মাদান্দে ১৭ বলে অপরাজিত ৫৩ রান করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ