16 C
Dhaka
Saturday, January 17, 2026

নির্বাচনী প্রচারণায় বাফুফের লোগো ব্যবহারে নিষেধাজ্ঞা

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হবে আগামী ২৬ অক্টোবর। এর ঠিক ৪৮ ঘণ্টা আগে বাফুফে একটি নির্দেশনা দিয়েছে, যেখানে বলা হয়েছে কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণায় বাফুফের লোগো ব্যবহার করতে পারবেন না। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন।

বাফুফে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা হলেও, তাদের লোগো ব্যবহারের ক্ষেত্রে স্পষ্ট কোনো গাইডলাইন নেই। ফলে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্নভাবে এই লোগো ব্যবহার করা হয়েছে। সম্প্রতি নির্বাচনের প্রায় সব প্রার্থী তাদের প্রচারণার কার্ড ও সভাগুলোতে বাফুফের লোগো ব্যবহার করেছেন।

নির্বাচনী বিধিতে লোগো ব্যবহারের বিষয়ে কোনো নিয়ম স্পষ্টভাবে উল্লেখ না থাকলেও, প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন বলেছেন, “আমাদের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই, তবে বাফুফে আপত্তি করার অধিকার রাখে।” গত দুই দিন ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার পর বাফুফে ২২ অক্টোবর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যা আজ সকালে তাদের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ