27 C
Dhaka
Saturday, January 17, 2026

সচিবালয়ে আটক ২৮ শিক্ষার্থীর মুক্তি, বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের

advertisment
- Advertisement -spot_img

রাজধানী ঢাকার সচিবালয়ে ‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর মধ্যে ২৮ জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, বাকিদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান জানান, আটক হওয়া ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ২৮ জনকে মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে, তবে বাকিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনরায় প্রকাশের দাবিতে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে। পুলিশের বাধা উপেক্ষা করে গত বুধবার তারা সচিবালয়ে ঢুকে পড়ে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ