16 C
Dhaka
Saturday, January 17, 2026

১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারল ভারত

advertisment
- Advertisement -spot_img

গৌতম গম্ভীরের অধীনে ভারতীয় টিমের জন্য একটি হতাশাজনক রেকর্ড তৈরি হলো। ভারতের মাটিতে টিম ইন্ডিয়া দীর্ঘ ১২ বছর পর কোনও টেস্ট সিরিজে হেরে গেল। ২০১২ সাল থেকে দেশের মাটিতে একটানা টেস্ট সিরিজ জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছিল ভারত, যা এবার ভেঙে দিল নিউজিল্যান্ড।

বলা হয়ে থাকে, ভারতের মাটিতে টিম ইন্ডিয়াকে হারানো কঠিন কাজ, আর ভারতীয় দল তার পারফরম্যান্সের মাধ্যমে সেটাই প্রমাণ করেছিল। ২০১২ সালের নভেম্বরের পর থেকে ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজে জয়ী হয়েছিল তারা।

বেঙ্গালুরুতে প্রথম ম্যাচে পরাজয়ের পর পুনেতেও কিউয়িদের শক্তিশালী উপস্থিতি দেখা গেল। সিরিজের দ্বিতীয় টেস্টে ভারতের সামনে ৩৫৯ রানের লক্ষ্য থাকলেও তারা ১১৩ রানে হেরে সিরিজ নিউজিল্যান্ডের হাতে তুলে দেয়। পুনে টেস্ট যেন রূপান্তরিত হয়েছিল মিচেল স্যান্টনার বনাম ভারতীয় দলের মধ্যে লড়াইয়ে। নিউজিল্যান্ডের এই স্পিনার একাই ১৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন।

এই প্রথমবার ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। এই জয়ের ফলে তারা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠেছে, যদিও ভারত এখনও শীর্ষে রয়েছে। তবে তাদের কিছু পয়েন্ট কাটা গিয়েছে। ২০০০ সালের পর থেকে এই নিয়ে চতুর্থবার ঘরের মাঠে টেস্ট সিরিজে হারল ভারত।

ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এবার দেখার বিষয়, নিউজিল্যান্ড কি ভারতকে হোয়াইটওয়াশ করবে, নাকি ভারত নিয়মরক্ষার ম্যাচ জিতে WTC পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ