16 C
Dhaka
Saturday, January 17, 2026

ডি জর্জির সেঞ্চুরিতে দ্বিতীয় সেশনও নিজেদের করে নিল প্রোটিয়ারা

advertisment
- Advertisement -spot_img

চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকা দারুণ ব্যাটিং প্রদর্শন করছে। প্রথম সেশনে বাংলাদেশের বোলাররা মাত্র এক উইকেট নিতে সক্ষম হয়, কিন্তু দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট পায়নি। ওপেনার টনি ডি জর্জি সেঞ্চুরি পূর্ণ করেছেন, যার ফলে প্রোটিয়ারা এক উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে চা-বিরতিতে গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। দুই ওপেনার মার্করাম ও টনি ডি জর্জি শুরু থেকেই টাইগার বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন এবং ৬৯ রানের জুটি গড়েন।

বাংলাদেশের প্রথম সাফল্য আসে ইনিংসের ১৮তম ওভারে, যখন স্পিনার তাইজুল ইসলাম মার্করামকে ৫৫ বলে ৩৩ রানে সাজঘরে ফিরিয়ে দেন। মার্করামের বিদায়ের পর ক্রিজে আসা ট্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে ব্যাটিং চালিয়ে যান ডি জর্জি।

মধ্যাহ্ন বিরতি শেষে ডি জর্জি তার ফিফটি পূর্ণ করেন। পরে স্টাবসও ফিফটি অর্জন করেন। এই দুই ব্যাটার টাইগার বোলারদের হতাশ করে রানের গতি ধরে রাখেন এবং ১৪৬ বলে ডি জর্জি তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন।

৫৬ ওভার শেষে দক্ষিণ আফ্রিকা এক উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে চা-বিরতিতে যায়। ডি জর্জি ১৫২ বলে ১০১ রানে এবং স্টাবস ১৩১ বলে ৬৫ রানে অপরাজিত আছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ