শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা একটি বিশেষ ছাদ খোলা বাসে যাত্রা শুরু করেছেন। দুপুর ২টা ১৫ মিনিটে তারা দেশে পৌঁছান। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের কোচ পিটার বাটলার এবং অধিনায়ক সাবিনা খাতুন।
কোচ বাটলার কিছুটা পেছনে দাঁড়িয়ে থাকলেও, সামনে ছিলেন রুপনা চাকমা, ঋতুপর্ণা, সানজিদা ও অন্যান্য খেলোয়াড়রা। সাবিনা খাতুনের কাঁধে বাংলাদেশের পতাকা ছিল। তহুরা আক্তার একাধিকবার ক্যামেরার সামনে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন এবং সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে উৎসবের আবহ তৈরি করেছেন।
অনুষ্ঠান শেষে, দলটি বাফুফে ভবনের দিকে রওনা দিচ্ছে, যেখানে সমর্থক ও সাংবাদিকরা তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ ফুটবলের কেন্দ্রবিন্দু এই ভবনে বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
বাফুফে ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুসও নারীদের একদিন সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করেছেন।
উল্লেখ্য, গতকাল রাতে নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ২-১ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী ফুটবল দল টানা দ্বিতীয়বার শিরোপা জিতে নিয়েছে।
বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার রুটটি হলো: বিমানবন্দর – এক্সপ্রেসওয়ে – এফডিসি – সাত রাস্তার মোড় – মগবাজার ফ্লাইওভার – কাকরাইল – পল্টন – নটরডেম কলেজ – শাপলা চত্বর – বাফুফে ভবন।


