ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে ভিনিসিয়ুস জুনিয়রের নাম না ওঠায় ফুটবল দুনিয়ায় আলোচনা থামছেই না। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।
দরিভাল মনে করেন, এবারের ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার ছিলেন ভিনিসিয়ুস। যদিও শেষ পর্যন্ত এই পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি। দরিভাল রদ্রির যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলেননি, তবে তিনি জোর দিয়ে বলেন, ভিনিসিয়ুসই এই পুরস্কারের প্রকৃত হকদার ছিলেন। তার মতে, ভিনিসিয়ুসের অবদান ও পারফরম্যান্সকে সম্মান জানানো উচিত ছিল।
দরিভালের ভাষায়, “এটা খুবই অন্যায্য। ব্যালন ডি’অর একটি ব্যক্তিগত পুরস্কার, এবং যিনি জিতেছেন, তার প্রতি কোনো অশ্রদ্ধা নেই আমার। বরং, স্প্যানিশ ফুটবলের একজন চমৎকার খেলোয়াড় হিসেবে তার এই স্বীকৃতি পাওয়াটা প্রাপ্য ছিল। তবে ভিনিসিয়ুস যা অর্জন করেছেন, তার জন্য তিনি অন্যরকম মর্যাদার দাবিদার।”
তিনি আরও বলেন, “ব্যালন ডি’অর না পেলেও ভিনিসিয়ুস মানুষের কাছ থেকে যে সম্মান ও স্বীকৃতি পেয়েছেন, সেটাই তার সবচেয়ে বড় পুরস্কার। ব্রাজিলের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, ভিনিসিয়ুসের সঙ্গে সত্যিই অবিচার করা হয়েছে।”
বিশ্বকাপ বাছাইপর্বে আবারও ব্রাজিল দলের স্কোয়াডে ফিরেছেন ভিনিসিয়ুস। সাম্প্রতিক চোটের কারণে আগের ম্যাচে ছিলেন না তিনি। আগামী ১৪ নভেম্বর ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার এবং পাঁচ দিন পর খেলবে উরুগুয়ের বিপক্ষে।


