22 C
Dhaka
Saturday, January 17, 2026

জঙ্গি সংগঠন বলায় সম্পাদক মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে বলেছে ইসকন

advertisment
- Advertisement -spot_img

সম্প্রতি বাংলাদেশের “আমার দেশ” পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইসকন) “জঙ্গি সংগঠন” ও “গোয়েন্দা সংস্থার এজেন্ট” হিসেবে অভিহিত করেন। এর প্রতিবাদ জানিয়ে ইসকন মাহমুদুর রহমানকে সাত দিনের মধ্যে ক্ষমা চাইতে বলেছেন। এ সময়ের মধ্যে তিনি ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ইসকন কর্তৃপক্ষ সতর্ক করেন।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়, মাহমুদুর রহমান ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যা দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন, যা প্রমাণ করতে ব্যর্থ হলে জাতির সামনে ক্ষমা চাইতে হবে। ইসকন শুধুমাত্র হিন্দু ধর্ম প্রচারে নিবেদিত এবং এটি কোনো দেশের গোয়েন্দা সংস্থা নয়।

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, “আমার দেশ” পত্রিকার সম্পাদক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ইসকনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন। এ ধরনের বক্তব্য দেশের ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, সম্প্রতি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসকন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। ইসকনের কোনো নিজস্ব পতাকা নেই এবং যে পতাকাটিকে ইসকনের সাথে যুক্ত করা হয়েছে, তা ভিত্তিহীন। ইসকন একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ সংগঠন, যা বাংলাদেশে ধর্মীয় সহনশীলতা বজায় রাখতে কাজ করে।

ইসকন নেতৃবৃন্দ সংখ্যালঘু সম্প্রদায়ের আট দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে সম্প্রদায়ের ওপর নির্যাতন বন্ধের দাবি জানান। পাশাপাশি, সংখ্যালঘুদের ওপর হামলা, প্রতিমা ভাঙচুর, বাড়িঘর ও দোকানপাট লুটপাট, আগুন দেওয়া এবং বিভিন্ন হয়রানির ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

শেষে, শ্রী চারু চন্দ্র দাস ব্রহ্মচারী সরকারকে অনুরোধ করেন, যেন বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ করে সব সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ