27 C
Dhaka
Saturday, January 17, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আরও ৫৮ এস আই কে অব্যাহতি

advertisment
- Advertisement -spot_img

রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আরও ৫৮ জন উপ-পরিদর্শককে (এসআই) প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সোমবার (৪ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত অক্টোবরে প্রশিক্ষণরত ৫৯ জন এসআইকে শৃঙ্খলা ভঙ্গের কারণে শোকজ করা হয়। প্রশিক্ষণ ক্লাসে অসংলগ্নভাবে বসে হইচই করার কারণে তাদের এই নোটিশ দেওয়া হয়। পুলিশ একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক) তারেক বিন রশিদ ২১ ও ২৪ অক্টোবর দুটি আলাদা চিঠিতে তাদের শোকজ করেন।

এর আগে, গত ২২ অক্টোবর একই অভিযোগে ২৫২ জন এসআইকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৩ সালে এসআই পদে নিয়োগ পাওয়া ৮২৩ জনকে ৪০তম ব্যাচের ক্যাডেট হিসেবে প্রশিক্ষণের জন্য পুলিশ একাডেমিতে পাঠানো হয়। এই মাসেই তাদের বিভিন্ন পদে পদায়নের কথা ছিল।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ