19 C
Dhaka
Sunday, January 18, 2026

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

advertisment
- Advertisement -spot_img

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে আজ সোমবার রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এ রিমান্ড আবেদন করেছেন উত্তরা পূর্ব থানার সাব-ইন্সপেক্টর মো. মহিববুল্লাহ।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

মামলার তথ্যমতে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদসহ কয়েকজন কর্মসূচিতে অংশ নেন। উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরে অবস্থিত আজমপুর নওয়াব হাবিবুল্লাহ হাই স্কুলের সামনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এ সময় ইশতিয়াক মাহমুদের পেটে গুলি লাগে, এবং পরে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন।

এই ঘটনায় ইশতিয়াক মাহমুদ গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যেখানে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়েছে। কৌশিক হোসেন তাপস এই মামলার ৯ নম্বর আসামি হিসেবে উল্লেখিত রয়েছেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ