16 C
Dhaka
Saturday, January 17, 2026

ট্রাম্পকে সমর্থন করলেন জো রোগান

advertisment
- Advertisement -spot_img

মার্কিন পডকাস্ট হোস্ট জো রোগান সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছেন। স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর), তার সর্বশেষ পডকাস্টে বিলিয়নিয়ার ইলন মাস্কের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকারের মধ্যে তিনি এই সমর্থনের কথা জানান।

এক্স-এ (পূর্বে টুইটার) এক পোস্টে রোগান বলেন, “ইলন মাস্ক ট্রাম্প সম্পর্কে এতটাই বিশ্বাসযোগ্য যুক্তি দিয়েছেন যে আমি তার প্রতিটি কথার সঙ্গে একমত। জানিয়ে রাখছি, আমি ট্রাম্পকে সমর্থন করছি। পডকাস্টটি উপভোগ করুন।”

কিছুদিন আগে ‘দ্য জো রোগান এক্সপেরিয়েন্স’ নামের তার শোতে ট্রাম্পের সাক্ষাৎকার নেওয়ার পরই তিনি এমন সমর্থন জানালেন। যদিও এর আগে তিনি ট্রাম্পের বিষয়ে সমালোচনামুখর ছিলেন।

রোগানের এই সমর্থনে ট্রাম্পও খুশি প্রতিক্রিয়া জানান, বলেন, “জো রোগান আমাকে সমর্থন করেছে, এটি দারুণ। ধন্যবাদ, জো। খুব ভালো লাগছে।”

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ