16 C
Dhaka
Saturday, January 17, 2026

‘বন্ধু’ ট্রাম্পকে মোদির অভিনন্দন

advertisment
- Advertisement -spot_img

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পথে ডোনাল্ড ট্রাম্প,তাই অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্রাম্পকে ‘বন্ধু’ আখ্যা দিয়ে ভারত-মার্কিন সম্পর্ক আরও দৃঢ় করার আশা প্রকাশ করেন।

বুধবার মাইক্রোব্লগিং সাইট এক্স-এ মোদি একাধিক ছবি পোস্ট করেন এবং ট্রাম্পের প্রতি শুভেচ্ছা জানান। তিনি লেখেন, “এই ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। পূর্ববর্তী মেয়াদে আপনার সাফল্যের ধারাবাহিকতায় ভারত-মার্কিন অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে আমাদের সহযোগিতার জন্য আমি উন্মুখ।”

মোদি আরও বলেন, “বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য আমাদের জনগণের উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যাশা করছি।”

ছবি – সংগৃহীত

এবারের নির্বাচনে ট্রাম্প ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করছেন। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম ও তৃতীয়বারের চেষ্টায় জয় লাভ করেছেন। এর আগে ১৮৯২ সালে একই সাফল্য অর্জন করেছিলেন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড।

প্রথমবার ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে হারিয়ে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং আমেরিকাকে ‘আবার মহান’ করার প্রতিশ্রুতি দেন। ২০২০ সালে করোনার সময় তিনি জো বাইডেনের কাছে পরাজিত হন। তবে ২০২৪ সালে আবারও নির্বাচনে ফিরে আসেন একই প্রতিশ্রুতি নিয়ে, ‘আমেরিকাকে আবার মহান করুন।’

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ