17 C
Dhaka
Saturday, January 17, 2026

প্রয়োজনীয় সংস্কারে সরকার প্রস্তুত, সবার চাহিদা-পরামর্শ চাইলেন প্রধান উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “বিপ্লবের ফসল হিসেবে আমাদের অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রয়োজনীয় সংস্কার করতে প্রস্তুত এবং এর জন্য উপযুক্ত পরিবেশ তৈরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই উদ্যোগে সকলের পরামর্শ ও চাহিদা আমন্ত্রণ জানাচ্ছি।”

রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ‘বোস-আইনস্টাইন পরিসংখ্যান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য’ শীর্ষক শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের উদ্বোধনে তিনি এই মন্তব্য করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ ও বোস সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ন্যাচারাল সায়েন্সেস যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করে।

সংস্কারের গুরুত্ব প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “বিশ্বাস রাখলে আমরা পারবো। সত্যেন্দ্রনাথ বসুর যেমন দৃঢ় আত্মবিশ্বাস ছিল, তাই তিনি আইনস্টাইনের মতো একজনকে চিঠি লিখতে পেরেছিলেন। আমাদের তরুণদের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে হবে, যেন তারা নিজেরাই বিশ্বকে প্রতিনিধিত্ব করে।”

মুহাম্মদ ইউনূস আরও বলেন, “পঞ্চাশের দশকের সেই শান্ত, সবুজ ঢাকা আর ফিরিয়ে আনা সম্ভব নয়, তবে নতুন বাংলাদেশে আমরা গৌরবময় ঢাকা বিশ্ববিদ্যালয়কে আবারও প্রতিষ্ঠা করতে পারি। বসু ও আইনস্টাইন তত্ত্বের শতবর্ষে এটাই আমাদের অঙ্গীকার।”

তিনি বলেন, “বিপ্লবের মাধ্যমে ছাত্র-শিক্ষক সমাজ তাদের চিন্তার স্বাধীনতা এবং মুক্তবুদ্ধির চর্চা ফিরে পেয়েছে। এখন আমাদের লক্ষ্য এই চর্চার মাধ্যমে বিশ্ব বিজ্ঞানে ভূমিকা রাখা। ১৯২৪ সালে সত্যেন্দ্রনাথ বসুর আবিষ্কারের যেই পরিবেশ ছিল, আমাদের আজও সেই পরিবেশ তৈরি করতে হবে।”

সত্যেন্দ্রনাথ বসুর ১৯২৪ সালে বোস-আইনস্টাইন কোয়ান্টাম স্ট্যাটিসটিক্স আবিষ্কারের প্রসঙ্গে তিনি বলেন, “তখন একজন নবীন অধ্যাপক হিসেবে কার্জন হলের একটি ছোট্ট কক্ষে বসে তিনি এই আবিষ্কার করেছিলেন। আজও তার সেই কর্মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যার ছাত্র-শিক্ষকদের প্রাণচঞ্চল হয়ে আছে। তার এই কাজ বিজ্ঞান ইতিহাসে একটি যুগান্তকারী সংযোজন।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়কে আবারও তার স্বাভাবিক গৌরবময় অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এরই অংশ হিসেবে বসুর আবিষ্কারের শতবর্ষ উদযাপন আমাদের জন্য অন্যতম প্রেরণা।”

অনুষ্ঠানে বিজ্ঞানী ও গবেষকরা বসুর অবদান তুলে ধরেন এবং আমন্ত্রিত অতিথিরা এই ঐতিহাসিক উপলক্ষকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ