17 C
Dhaka
Sunday, January 18, 2026

আপার অনুসারী যারা আছেন, তারা একটা মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন – হাসনাত

advertisment
- Advertisement -spot_img

আজ (রোববার) বিকেলে গুলিস্তানে শহীদ নূর হোসেনকে স্মরণে এবং গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

একই স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাল্টা কর্মসূচি ঘোষণা করায় জনমনে উত্তেজনা তৈরি হয়েছে। আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এক মিনিটের জন্য হলেও রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন।

রোববার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে হাসনাত আব্দুল্লাহ বলেন, হাসনাত আব্দুল্লাহ বলেন, প্লিজ, আপার অনুসারী যারা আছেন, তারা একটা মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন। দেখা না হলে তো কথা হবে, তাই না। প্লিজ রাস্তায় নেমে আসেন, আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই। দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়। আপনারা কোথায়?

আওয়ামী লীগের নেতাদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা বলছেন, জনগণ আপনাদের সঙ্গে আছে। তাহলে নেত্রী বিদেশে কেন? আপনারা পালাচ্ছেন কেন?”

এদিকে রোববার সকাল থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপি ও বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত থাকলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের কাউকে দেখা যায়নি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ