16 C
Dhaka
Saturday, January 17, 2026

অস্ট্রেলিয়ার মাটিতে ২২ বছর পর পাকিস্তানের সিরিজ জয়

advertisment
- Advertisement -spot_img

প্রথম ম্যাচে জয় প্রায় হাতের মুঠোয় এনে হার মানতে হয় পাকিস্তানকে। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে মোহাম্মদ রিজওয়ানের দল। তাই শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। সেই রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের জন্য পাকিস্তানের অপেক্ষা ছিল দীর্ঘ ২২ বছর। এর আগে ২০০২ সালে দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ায় জয় পেয়েছিল তারা। এ বছর সেই মাইলফলক পুনরায় স্পর্শ করে সফরকারীরা।

রোববার (১০ নভেম্বর) পার্থে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক রিজওয়ান। অস্ট্রেলিয়ার ব্যাটাররা শুরু থেকেই পাক পেসারদের মোকাবিলায় সংগ্রাম করতে থাকেন। নাসিম শাহ ও শাহিন আফ্রিদির বলের তোপে মাত্র ৩১.৫ ওভারে ১৪০ রানে গুটিয়ে যায় অজিরা। দলের পক্ষে শেন অ্যাবোর্ট সর্বোচ্চ ৪১ বলে ৩০ রান করেন, ম্যাথুউ শর্ট করেন ৩০ বলে ২২ রান। নাসিম ও শাহিন পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন।

মাত্র ১৪১ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার সায়েম আয়ুব ও আব্দুল্লাহ শফিক শুরুতেই দলকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে তারা তুলেন ৮৪ রান। এরপর শফিক ৫৩ বলে ৩৭ এবং আয়ুব ৫২ বলে ৪২ রান করে সাজঘরে ফেরেন। এরপর বাবর আজম ও অধিনায়ক রিজওয়ান দায়িত্ব নিয়ে খেলা চালিয়ে যান এবং ১৩৯ বল হাতে রেখেই দলকে জয় এনে দেন। এর ফলে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় পাকিস্তান।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ