17 C
Dhaka
Saturday, January 17, 2026

বায়তুল মোকাররমেও মুসলমানদের নির্বিঘ্নে প্রবেশ করতে দেয়নি আওয়ামী লীগ – ড. মাসুদ

advertisment
- Advertisement -spot_img

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি শিশুদের হত্যা করছে, আর বাংলাদেশে আওয়ামী লীগ মায়ের কোলের শিশুদেরও হত্যা করেছে।

তিনি বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ চালিত সহিংসতা এবং ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের হামলা—দুটি ঘটনাই মানবতার জন্য এক বিরাট আঘাত। তিনি মন্তব্য করেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলার বিচার করা হলে অন্য কেউ এমন বর্বরোচিত হামলার সাহস পেত না।

রবিবার (১০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘তুফান আল আকসা’ বর্ষপূর্তি উদযাপন ও সংহতি সমাবেশে এসব কথা বলেন ড. মাসুদ।

ড. শফিকুল ইসলাম আরও বলেন, আওয়ামী লীগ মুসলমানদের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নির্বিঘ্ন প্রবেশের সুযোগ দেয়নি। বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে মসজিদ থেকে আটক করে তাদের ওপর নির্যাতন চালানো হয়েছে, যা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে। মসজিদে মুসল্লিদের চেয়ে বাহিরে পুলিশের ও আওয়ামী লীগের কর্মীদের উপস্থিতি ছিল বেশি। এটি তিনি মসজিদুল আকসার ইসরায়েলি অবরোধের সঙ্গে তুলনা করেন।

তিনি আরও বলেন, ফিলিস্তিন শুধু ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নয়; এটি আমাদের আত্মার অংশ। ফিলিস্তিনের বিজয়ের মধ্য দিয়েই ইসলামের বিজয়ের পথ উন্মুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে আওয়ামী লীগের উল্লাসের বিষয়ে মন্তব্য করে বলেন, ক্ষমতায় আসা বা যাওয়া জনগণের ইচ্ছার ওপর নির্ভর করে। দেশ থেকে দূরে থেকে কর্মীদের ব্যবহারের পরিবর্তে আওয়ামী লীগের নেতাদের সাহস থাকলে মাঠে নেমে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

সংহতি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে কবি সাহিত্যিক ও বিএনপি নেতৃবৃন্দসহ বেশ কিছু রাজনৈতিক, শিক্ষা ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ