27 C
Dhaka
Saturday, January 17, 2026

তারল্য সংকটে থাকা দুর্বল সাত ব্যাংককে ৬৫৮৫ কোটি টাকা ঋণ সহায়তা

advertisment
- Advertisement -spot_img

তারল্য সংকট মোকাবিলায় দুর্বল ৭টি ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার ঋণ সহায়তা দিয়েছে শক্তিশালী ব্যাংকগুলো। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, “যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে, তাদেরকে সহায়তা দিচ্ছে সবল ব্যাংকগুলো। এর ফলে, দুর্বল ব্যাংকগুলো তাদের আর্থিক সংকট কিছুটা কাটিয়ে উঠতে পারছে।”

দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ইসলামি ব্যাংক সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে। তিনি বলেন, “ইসলামি ব্যাংক ৭টি ব্যাংক থেকে ২ হাজার ৯৫ কোটি টাকা তারল্য সহায়তা পেয়েছে। এছাড়া সোশ্যাল ইসলামি ব্যাংক ৬টি ব্যাংক থেকে ১ হাজার ১৭৫ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক ৬টি ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকা এবং গ্লোবাল ইসলামি ব্যাংক ২৯৫ কোটি টাকা সহায়তা পেয়েছে।”

অন্যান্য ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংক পেয়েছে ৯২০ কোটি টাকা, এক্সিম ব্যাংক ৭০০ কোটি টাকা, এবং ইউনিয়ন ব্যাংক ৪০০ কোটি টাকার তারল্য সহায়তা। এই সহায়তা দিয়েছে সোনালি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, পুবালী ব্যাংক এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক।

গত ১১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ১৭টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করেন। তিনি শক্তিশালী ব্যাংকগুলোকে অনুরোধ করেন, দুর্বল ব্যাংকগুলোকে আরও বেশি আর্থিক সহায়তা দিতে।

উল্লেখ্য, এর আগে গত ৬ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, দুর্বল ব্যাংকগুলোকে মোট ৫ হাজার ৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সময়মতো সংস্কারের মাধ্যমে তাদের আর্থিক অবস্থা উন্নত করার জন্য গুরুত্ব দেওয়া হবে। তবে, ইসলামি ব্যাংকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা করা হবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ