16 C
Dhaka
Saturday, January 17, 2026

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে নামার একদিন আগে একাদশ জানাল ব্রাজিল

advertisment
- Advertisement -spot_img

ক্রিকেট এবং ফুটবলে সাধারণত শেষ মুহূর্তে একাদশ ঘোষণা করা হয়, তবে সম্প্রতি পাকিস্তান একদিন আগে দল ঘোষণা করছে। এবার ঠিক একই পথে হাঁটল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামার একদিন আগে সংবাদ সম্মেলনে নিজেদের একাদশ ঘোষণা করেছেন ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র।

ব্রাজিল ও উরুগুয়ের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর, বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে, সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায়। এর আগেও এই দুই দল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে টাইব্রেকারে ৪-২ গোলে ব্রাজিলকে হারিয়েছিল উরুগুয়ে।

এবার ব্রাজিল জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ। এই ম্যাচে গোলরক্ষক হিসেবে এডারসনকেই মাঠে রাখছেন কোচ দরিভাল। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে মার্কিনিওস ও গ্যাব্রিয়েল মাঘলেইয়াসকে সঙ্গে নিয়ে খেলবেন দানিলো এবং আবনের। মিডফিল্ডে থাকছেন ব্রুনো গিমারায়েস, গেরসন এবং রাফিনিয়া। আক্রমণে ভিনিসিয়ুস জুনিয়রকে সহায়তা করবেন ইগর জেসুস এবং সাভিনহো। অর্থাৎ, কেবল একটি পরিবর্তন নিয়ে মাঠে নামাচ্ছেন ব্রাজিল কোচ।

বর্তমানে ব্রাজিল কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১১ ম্যাচ খেলে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। শীর্ষে রয়েছে আর্জেন্টিনা, যাদের পয়েন্ট ২২। দ্বিতীয় স্থানে উরুগুয়ে (১৯ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে কলম্বিয়া, যারা সমান পয়েন্ট পেয়েও গোল ব্যবধানে পিছিয়ে আছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ