বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের সেক্রেটারি জাহিদুল ইসলাম মন্তব্য করেছেন, ফ্যাসিবাদীরা এখনো ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বুধবার (২৭ নভেম্বর) বায়তুল মোকাররম প্রাঙ্গণে ছাত্রশিবির ঢাকা মহানগরের আয়োজিত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন। সমাবেশটি ২০০৬ সালের জুলাই গণহত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত হয়।
জাহিদুল ইসলাম বলেন, “ফ্যাসিবাদীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত, তারা ছাত্র-জনতার বিপ্লবকে কলঙ্কিত করতে চেষ্টা করছে। তবে এই প্রজন্মকে বোকা ভাবা যাবে না। ইসলামি ছাত্র শিবিরকে তাদের আদর্শ দিয়ে মোকাবিলা করার বদলে, চেতনা দিয়ে মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে। আমরা শহীদের রক্তের উত্তরসূরি, সে রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা করার কোনো চেষ্টা সফল হবে না।”
তিনি আরও বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররমেই খুনি হাসিনা তার ফ্যাসিবাদী শাসনের সূচনা করেছিলেন। এরপর বিডিআর হত্যাকাণ্ড এবং শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাধ্যমে হাসিনা তার ফ্যাসিবাদী শাসন আরও শক্তিশালী করেছিলেন। এক পরিবার বাংলাদেশের পুরো জনগণকে বন্দি করে রেখেছিল। কিন্তু ছাত্র-জনতা জুলাই মাসের অভ্যুত্থানে রাজপথে নেমে বুকের তাজা রক্ত দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল করেছে।”
জাহিদুল ইসলাম আরো বলেন, “আমরা ফেরাউন, নমরুদ বা হিটলারকে সরাসরি দেখিনি, তবে বর্তমান প্রজন্ম খুনি হাসিনাকে দেখেছে। জুলাইয়ের গণহত্যার পর হাসিনা ও তার সহযোগীরা কোনো অনুশোচনা না দেখিয়ে অহংকার ও ঔদ্ধত্যের সঙ্গে চলছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ছাত্র-জনতা তাদের রক্ত দিয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে, আর সেই দেশে ফ্যাসিবাদ কখনোই ঠাঁই পাবে না।”


