সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের যেকোনো সংকটময় সময়ে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করে আসছে। তিনি উল্লেখ করেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশের এই চ্যালেঞ্জপূর্ণ পরিস্থিতি অতিক্রম করা সম্ভব।
রোববার (১ ডিসেম্বর) ঢাকার সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন সেনাপ্রধান। অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থবছরে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের জন্য ২৮ জন সেনাসদস্যকে সম্মাননা পদক প্রদান করা হয়।
সেনাপ্রধানের হাত থেকে পদক গ্রহণ করেন পাঁচজন সেনাবাহিনী পদক, পাঁচজন অসামান্য সেবা পদক এবং ১৮ জন বিশিষ্ট সেবা পদকপ্রাপ্ত সেনাসদস্য।
অনুষ্ঠানে সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সম্মানে উপহার প্রদান করেন।
মুক্তিযোদ্ধাদের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশে দাঁড়িয়ে আছি। দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে।”
এই বক্তব্যে সেনাপ্রধান সেনাবাহিনীর দেশপ্রেম ও জনগণের প্রতি তাদের দায়বদ্ধতার কথা আরও একবার তুলে ধরেন।


