16 C
Dhaka
Saturday, January 17, 2026

দলের বিপদে চ্যাম্পিয়নস লিগে ঝুঁকি নিয়ে মাঠে নামছেন ভিনিসিয়াস

advertisment
- Advertisement -spot_img

চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে লিগ পর্বের প্রথম পাঁচ ম্যাচে তিনটি হেরে শীর্ষ আটে ওঠার লড়াইয়ে বিপাকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এমন কঠিন পরিস্থিতিতে চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও দলের আক্রমণভাগের অন্যতম ভরসা ভিনিসিয়াস জুনিয়র মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে ইতালির গেভিস স্টেডিয়ামে আতালান্তার বিপক্ষে মুখোমুখি হবে রিয়াল। এ ম্যাচে ভিনিসিয়াসের অংশগ্রহণ রিয়ালের জন্য গুরুত্বপূর্ণ হলেও, তার এই সিদ্ধান্তে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা রয়েছে।

আতালান্তা এই মৌসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। সেরি-আ’য় ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে অবস্থান করছে। চ্যাম্পিয়ন্স লিগেও এখনও পর্যন্ত তারা অপরাজিত, পাঁচ ম্যাচে তিনটি জয় ও দুটি ড্র নিয়ে টেবিলের পঞ্চম স্থানে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ পাঁচ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে বাদ পড়ার শঙ্কায় রয়েছে এবং পরের দুই ম্যাচে জয় ভিন্ন আর কোনো বিকল্প নেই তাদের।

আন্তঃমহাদেশীয় কাপের পর মাঠে ফেরার পরিকল্পনা থাকলেও দলের বর্তমান পরিস্থিতিতে ভিনিসিয়াস বিশ্রামের সময় দশ দিন কমিয়ে আতালান্তা ম্যাচে অংশ নিচ্ছেন। তার এই নিবেদন প্রশংসিত হলেও চোট পুনরায় বৃদ্ধি পাওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, সম্পূর্ণ সেরে না উঠে মাঠে নামলে আগের চোট আরও গুরুতর আকার ধারণ করতে পারে এবং তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে কোচ কার্লো আনচেলত্তি ভিনিসিয়াসের মাঠে থাকার সময়সীমা সাবধানতার সঙ্গে পরিচালনা করবেন বলে আশা করা হচ্ছে।

দলের কঠিন পরিস্থিতিতে ভিনিসিয়াসের এই সাহসী সিদ্ধান্ত রিয়াল মাদ্রিদের সমর্থকদের জন্য আশার আলো হলেও, তার ফিটনেস পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ