15 C
Dhaka
Saturday, January 17, 2026

দ্বিতীয়বার অবসরের ঘোষণা দিলেন পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম

advertisment
- Advertisement -spot_img

পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ইমাদ লেখেন, "অনেক ভাবনা-চিন্তার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। পাকিস্তানের জার্সি গায়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম বড় অর্জন। সবুজ জার্সিতে কাটানো প্রতিটি মুহূর্তই স্মরণীয়।"

এর আগে ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ইমাদ। তবে চলতি বছরের মার্চে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে খেলায় ফিরেছিলেন। কিন্তু প্রত্যাবর্তনের ৯ মাস পর আবারও চূড়ান্ত বিদায় নিলেন তিনি।

জাতীয় দল থেকে বিদায় নিলেও ক্রিকেট ছাড়ছেন না ইমাদ। পোস্টে তিনি বলেন, “ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাব। ক্রিকেটপ্রেমীদের বিনোদন দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে।”

পাকিস্তানের হয়ে ইমাদ ওয়াসিম খেলেছেন ৭৫টি টি-টোয়েন্টি, যেখানে ৫৫৪ রান করার পাশাপাশি নিয়েছেন ৭৩ উইকেট। এছাড়া ৫৫টি ওয়ানডেতে তার রান ৯৮৬ এবং উইকেট ৪৪।

ইমাদ ওয়াসিমের এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য একটি বড় অধ্যায়ের সমাপ্তি হিসেবে বিবেচিত হবে।

4o

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ