20 C
Dhaka
Friday, January 16, 2026

আরো ২টি বিশ্বকাপ খেলতে চান নেইমার জুনিয়র

advertisment
- Advertisement -spot_img

দীর্ঘ এক বছরের চোট কাটিয়ে মাঠে ফিরে নতুন চোটে পড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এ অবস্থায় তার ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা দূর করে নেইমার জানিয়েছেন, তিনি কেবল ২০২৬ বিশ্বকাপই নয়, আরও দুটি বিশ্বকাপে খেলার ইচ্ছা পোষণ করছেন।

আগে ঘোষণা করেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপই তার শেষ। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নেইমার বলেন, “অবশ্যই আমি ফিরব। সেই প্রস্তুতিই নিচ্ছি। আমাকে এবারই ডাকতে পারত। কিন্তু কোচের সঙ্গে কথা বলার পর বুঝেছি, তিনি না ডাকার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরেরবার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো আর কিছুই হয় না। আশা করি দল আরও উন্নতি করবে।”

নিজের ফর্ম ও শারীরিক সক্ষমতা নিয়ে কাজ করছেন জানিয়ে তিনি আরও বলেন, “সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্মক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা।”

২০২৬ বিশ্বকাপের পাশাপাশি ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপেও অংশ নিতে চান তিনি। নেইমার বলেন, “আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।”

বিশ্বকাপ প্রসঙ্গে তিনি বলেন, “অবশ্যই বিশ্বকাপে খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি এরই মধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছি। অবশ্যই চতুর্থটিতেও খেলতে চাই। এটায় মনোযোগী থাকতে হবে এবং ভালো প্রস্তুতি নিতে হবে।”

চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা নেইমার এখন আরও উচ্চাকাঙ্ক্ষী। ২০২৬ বিশ্বকাপের পাশাপাশি ভবিষ্যতের বড় মঞ্চে নিজের প্রতিভার জানান দিতে প্রস্তুত তিনি।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ