16 C
Dhaka
Saturday, January 17, 2026

মারা গেছেন রেসলিং জগতের কিংবদন্তি রে মিস্টেরিও সিনিয়র

advertisment
- Advertisement -spot_img

রেসলিং জগতের অন্যতম আইকন রে মিস্টেরিও সিনিয়র আর নেই। রোববার (২২ ডিসেম্বর) ৬৬ বছর বয়সে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।

প্রখ্যাত এই রেসলারের আসল নাম ছিল মিগুয়েল অ্যাঞ্জেল লোপেজ। ১৯৭৬ সালে রেসলিং ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৯ সালে অবসরে যান। সাম্প্রতিক সময়ে তিনি জনপ্রিয় রেসলার রে মিস্টেরিও জুনিয়রের চাচা হিসেবে পরিচিত ছিলেন।

সম্প্রতি রে মিস্টেরিও জুনিয়রের বাবা রবার্তো গুতিয়েরেজের মৃত্যু হয়। পরপর এই দুই মৃত্যু রেসলিং জগতে শোকের ছায়া ফেলেছে।

লেজেন্ড রে মিস্টেরিও সিনিয়র তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করেছেন। ১৯৯৫ সালে রে মিস্টেরিও সিনিয়র এবং রে মিস্টেরিও জুনিয়র ডব্লিউ ডব্লিউ ই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে রেসলিং রিংয়ে একটি স্মরণীয় মুহূর্ত তৈরি করেন।

রে মিস্টেরিও সিনিয়রের অবদান ও সাফল্য রেসলিং জগতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ