15 C
Dhaka
Saturday, January 17, 2026

স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই: সালাহউদ্দিন

advertisment
- Advertisement -spot_img

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না। তার দাবি, বর্তমান অন্তর্বর্তী সরকারের স্থানীয় নির্বাচন আয়োজনের কোনো এখতিয়ার নেই। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে হবে। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে শেখ হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছেন। তাই আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার আর কোনো অধিকার নেই।”

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং গণতান্ত্রিক যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি।

এ ছাড়াও, ফ্যাসিবাদী শক্তির চক্রান্ত ও জনদাবি উপেক্ষার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্য বিএনপি প্রস্তুত।”

দীর্ঘ এক যুগ পর কক্সবাজারে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে জেলা বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে সাধারণ মানুষ অংশ নেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ