26.3 C
Dhaka
Friday, July 25, 2025

নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

advertisment
- Advertisement -spot_img

খালেদা জিয়া নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ জনকে নাইকো দুর্নীতি মামলায় খালাস দিয়েছেন আদালত। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। গত ১৩ ফেব্রুয়ারি আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত এই দিনটিকে রায়ের জন্য নির্ধারণ করেছিলেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এই মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছিল। বিএনপির আইনজীবী আমিনুল ইসলাম বলেন, “আজ আমরা ন্যায়বিচার পেয়েছি। খালেদা জিয়াকে অপমান ও হয়রানি করার জন্যই এই মামলা দায়ের করা হয়েছিল।”

মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয় গত ৫ ফেব্রুয়ারি। ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেওয়া হয়। ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

দুদকের অভিযোগ ছিল, কানাডার প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে একটি ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ২০০৮ সালের ৫ মে মামলার অভিযোগপত্র দাখিল করা হয়।

গত বছরের ১৯ মার্চ বিচারক শেখ হাফিজুর রহমান খালেদা জিয়াসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ