15 C
Dhaka
Saturday, January 17, 2026

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবির শুরুতে হামলা করে: ছাত্রদল সম্পাদক

advertisment
- Advertisement -spot_img

কুয়েটের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রেক্ষিতে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি গেমস রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে।”

তিনি দাবি করেন, “ছাত্রদলের ইতিবাচক রাজনীতি এবং নতুন সদস্য সংগ্রহের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতেই এই হামলা করা হয়েছে।” তিনি আরও বলেন, “গতকাল কুয়েটে যা ঘটেছে, সেটির মূল সূত্রপাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে। ওমর ফারুক নামের এক নেতার প্রত্যক্ষ নির্দেশে আমাদের তিনজন নেতাকর্মীর ওপর নির্যাতন চালানো হয়েছে।”

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব লিখিত বক্তব্যে বলেন, “ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আবু আফসান ইয়াহিয়ার নেতৃত্বে একটি তদন্ত দল খুলনায় গিয়েছে। আমরা প্রশাসনিক তদন্তের আগেই কোনো উপসংহারে আসতে চাই না। তবে প্রাথমিক প্রমাণগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উসকানির দিকেই ইঙ্গিত করছে।”

তিনি আরও বলেন, “ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে দেখা গেছে, ছাত্রদলের সমর্থকরা ক্লাস শেষে মিছিলের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের ওপর অতর্কিত হামলা করা হয়।”

ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, “যারা এই হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে আইনানুগ শাস্তি দিতে হবে। আমরা নিজেরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করলেও অপরাধীদের বিচারের দায় রাষ্ট্রের।”

ছাত্রদল সভাপতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে বলেন, “তাদের ভূমিকা নিয়ে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে নানা ভিডিও ভাইরাল হয়েছে। তারা কোনো দায় স্বীকার করবে কি না, সেটিও আমরা দেখব।”

ছাত্রদল নেতারা হামলায় জড়িত সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ