17 C
Dhaka
Saturday, January 17, 2026

বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না: শামসুজ্জামান দুদু

advertisment
- Advertisement -spot_img

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “বিএনপিকে রাস্তায় নামতে বাধ্য করবেন না। নির্বাচন দেওয়ার জন্য আমাদের বাধ্য করা হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।” বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

দুদু বলেন, “দীর্ঘ ১৭ বছর ধরে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছি। যারা এই সংগ্রাম অস্বীকার করে, তারা গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করতে পারে না।”

অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ওলটপালট করলে আপনাদেরই ওলটপালট হয়ে যাবে। তাই শান্তিপূর্ণ সমাধানের পথেই এগোতে হবে।”

একই সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছে। সেদিন ছাত্ররা প্রধান ভূমিকা পালন করেছিল, অথচ কিছু রাজনৈতিক দল সেই কৃতিত্ব কেবল শেখ মুজিবুর রহমানের বলে প্রচার করছে।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার দুর্বল অবস্থায় আছে। এ থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করতে হবে।”

বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, “বিএনপির দীর্ঘ আন্দোলনের চূড়ান্ত ফলাফল জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে মিলেছে। আজ যারা আমাদের ফুল দিয়ে বরণ করছে, তারা ভুল করলে জনতার কাছেই জবাবদিহি করতে হবে।”

সভায় বক্তারা দেশের রাজনৈতিক অস্থিরতা নিরসনে গণতান্ত্রিক প্রক্রিয়া ও অবাধ নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ