20 C
Dhaka
Friday, January 16, 2026

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মৃত্যু, প্রধান উপদেষ্টার শোক ও দ্রুত বিচারের নির্দেশ

advertisment
- Advertisement -spot_img

মাগুরায় নির্যাতনের শিকার শিশুটির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আওতায় আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।

শিশুটির মৃত্যু ও চিকিৎসা
দুপুর ১টায় ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, “অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় মারা গেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।”

সেনাবাহিনী আরও জানায়, “শিশুটি আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। প্রথম দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃৎস্পন্দন ফিরে আসেনি।”

প্রধান উপদেষ্টার প্রতিক্রিয়া ও নির্দেশনা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই হৃদয়বিদারক ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “এ ধরনের নির্মমতা কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি প্রশাসনকে দ্রুত তদন্ত সম্পন্ন করে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, “আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি এবং সব ধরনের সহায়তা প্রদান করতে প্রস্তুত।”

প্রসঙ্গত, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকার সিএমএইচ-এ ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ