20 C
Dhaka
Friday, January 16, 2026

মাগুরার নোমানী ময়দানে শিশুটির জানাজা

advertisment
- Advertisement -spot_img

মাগুরার নোমানী ময়দানে ধর্ষণের শিকার আট বছরের শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টায় জানাজায় হাজারো মানুষ অংশ নেন। শোকে মুহ্যমান জনতা এক কণ্ঠে ন্যায়বিচারের দাবি তোলে।

জানাজায় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের নেতারাও অংশ নেন। ঢাকার বিভিন্ন মহল থেকেও শোক ও নিন্দার বার্তা এসেছে।

এর আগে সকালে শিশুটি তিনবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়। দুপুরে তৃতীয়বার কার্ডিয়াক অ্যারেস্ট হলে আর হৃদস্পন্দন ফিরে আসেনি। দীর্ঘ লড়াই শেষে তার ছোট্ট প্রাণ থেমে যায়।

শিশুটির মৃত্যুর খবর পেয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির নেতারা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। তারা দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

গত ৬ মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে এসে শিশুটি নির্মম নির্যাতনের শিকার হয়। প্রথমে মাগুরা সদর হাসপাতাল, এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) নেওয়া হয়। পরে ৮ মার্চ সন্ধ্যায় তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে আট সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসায় নিয়োজিত ছিল।

শিশুটিকে ধর্ষণের অভিযোগে করা মামলায় চারজন আসামির মধ্যে তিনজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। ১১ মার্চ সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়।

এলাকাবাসী, স্বজন ও সাধারণ জনগণ সবাই একটাই দাবি তুলেছেন—এই নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হোক।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ