মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ। শনিবার (১৫ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পাবে, তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।
মানববন্ধনে বিভিন্ন স্তরের নারী নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ একাত্মতা প্রকাশ করেন।
সুত্রা২৪


