20 C
Dhaka
Friday, January 16, 2026

‘যেকোনো প্রয়োজনে আছিয়ার পরিবারের পাশে থাকার ঘোষণা জামায়াত আমিরের ‘

advertisment
- Advertisement -spot_img

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৫ মার্চ) সকালে আছিয়ার কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত সভায় তিনি এ কথা বলেন।

সকালেই হেলিকপ্টারে মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান জামায়াত আমির। এ সময় সাধারণ মানুষ তাকে দেখতে ভিড় করেন।

কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান বলেন, “ধর্ষণ ও সহিংসতার শিকার আছিয়ার পরিবারের পাশে জামায়াতে ইসলামী সব সময় থাকবে। আমরা চাই, দোষীরা দ্রুত বিচারের মুখোমুখি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি পাক।” তিনি আরও বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় ধর্ষণের মতো ঘটনা দিন দিন বাড়ছে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হলে এসব অপরাধ কমবে বলে তিনি মত প্রকাশ করেন।

পরে তিনি আছিয়ার গ্রামের বাড়িতে যান এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে সে সময় আছিয়ার মা আয়েশা আক্তার বাড়িতে ছিলেন না।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ