পবিত্র রমজান উপলক্ষে নোয়াখালীতে ১২০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। রোববার (১৬ মার্চ) বেগমগঞ্জ মডেল মসজিদে জেলা উত্তর শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে ১২০ জন হাফেজকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। অংশগ্রহণকারী হাফেজরা এমন সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা বলেন, “রমজান কুরআন নাজিলের মাস, আর যারা কুরআন ধারণ করেছেন, তাদের সম্মানিত করা আমাদের দায়িত্ব। ইসলামের ইতিহাসে চার খলিফাই হাফেজ ছিলেন, তাই সমাজ গঠনে হাফেজদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি দাউদ ইসলাম বলেন, “কুরআনের আলোয় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালিত হোক, এটাই আমাদের কামনা। আমরা চাই, হাফেজরা সর্বদা সম্মানের আসনে থাকুক।”
অনুষ্ঠানে জেলা উত্তর শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


