তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে ‘বুড়ির নাতি’ সাজ্জাদের স্ত্রী তামান্নার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তিনি দাবি করেন, বিপুল অঙ্কের টাকা খরচ করে শিগগিরই সাজ্জাদকে জেল থেকে বের করে আনবেন।
গতকাল (১৫ মার্চ) রাতে রাজধানীর একটি শপিং সেন্টার থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরই তামান্নার ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ভিডিওতে তিনি বলেন, “আমার জামাই গ্রেপ্তার হয়েছে, এতে আতঙ্কের কিছু নেই। মামলা আছে, তাই গ্রেপ্তার হয়েছে। কিন্তু যারা ভাবছেন সে আর বের হতে পারবে না, তাদের জন্য সমবেদনা। কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে জামিন করিয়ে আমার জামাইকে ফিরিয়ে আনব। তখন খেলা শুরু হবে।”
তিনি আরও বলেন, “যারা এই গ্রেপ্তারের পেছনে জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না। এখন থেকে তাদের পালিয়ে থাকার পালা। ১০-১২ দিনের মধ্যে জামিন করিয়ে ফেলব, ইনশাআল্লাহ।”
রোববার (১৬ মার্চ) আদালত ছোট সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন। চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ১৪ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ, তবে আদালত সাত দিনের অনুমোদন দেয়।
সাজ্জাদ মূলত চট্টগ্রামের চান্দগাঁও এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী। গত বছরের ২১ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাহসিন নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করার ঘটনায় তিনি অন্যতম আসামি।
পুলিশ এর আগে সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অস্ত্র আইনসহ অন্তত ১০টি মামলা রয়েছে। ২০২৩ সালের ১৭ জুলাই পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাজ্জাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে দ্রুত বিচারের মুখোমুখি করা হবে।


