18 C
Dhaka
Friday, January 16, 2026

জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

advertisment
- Advertisement -spot_img

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এই ঘটনা ঘটে সোমবার (১৭ মার্চ) দুপুরে বহরিয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এলাকায়, যেখানে ৩ ও ৯ নম্বর ওয়ার্ডের জেলেদের মধ্যে সরকারি চাল বিতরণ করা হচ্ছিল।

আহতদের মধ্যে ইউনিয়নের বহরিয়া এলাকার আক্কাস খাঁন, সুফিয়ান, আফজাল খান, বোরহান, রাব্বি গাজী, মুকসুদ মিজি, মহসীন মিজি, জায়েদ মিজি, মমিন হাওলাদার এবং মন্টু মিজি রয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত রাব্বীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার সূত্রপাত

স্থানীয় সূত্রে জানা গেছে, চাল বিতরণের সময় বিএনপির ইউনিয়ন সভাপতি নুরু ভূঁইয়া ও সহ-সভাপতি সুমন আহমেদের অনুসারী গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ উঠেছে যে, কিছু জেলে কার্ড ছাড়া চাল নিতে চাচ্ছিল, যার কারণে তর্ক-বিতর্ক এবং পরবর্তীতে হাতাহাতি হয়। সংঘর্ষের এক পর্যায়ে কার্ডধারী ও কার্ড ছাড়া জেলেরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে হামলা চালায়।

ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া বলেন, “গতকালও আমরা চাল বিতরণ করেছি, আজকে ৭ নম্বর ওয়ার্ডের কিছু লোকজন সমস্যা তৈরি করেছে। তাদেরকে আসতে নিষেধ করেছি, কিন্তু তারা এখানেই এসে মারামারি সৃষ্টি করেছে।”

ইউনিয়ন যুবদল সভাপতি মুকসুদ মিজি বলেন, “এটা পুরোপুরি অনিয়ম। বিএনপির সভাপতি নুরু ভূঁইয়া তাদের লোকজনকে চাল নিতে বাধা দেন, অথচ তারা কার্ড ছাড়া চাল নিতে আসছিল।”

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে এবং দু’পক্ষের মধ্যে কাঁচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপের আলামতও পাওয়া গেছে। পুলিশ বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ঘটনাটির তদন্ত চলছে।

এ ঘটনায় ইউনিয়ন পরিষদের গেট বন্ধ করে দেওয়া হয় এবং চাল বিতরণ সাময়িকভাবে বন্ধ করা হয়। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত হলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ