18 C
Dhaka
Friday, January 16, 2026

ধর্ষণের শিকার ভুক্তভোগীর নাম ও ছবি প্রকাশ নিষিদ্ধ করলো হাইকোর্ট

advertisment
- Advertisement -spot_img

ধর্ষণের শিকার ভুক্তভোগীর নাম, ছবি ও পরিচয় প্রকাশ না করার জন্য তথ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

এছাড়া, ৪ মার্চ বরগুনায় ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ভুক্তভোগীকে সাহায্য-সহায়তা প্রদানের জন্য সমাজসেবা অধিদপ্তরের একটি কর্মকর্তাকে নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আগের দিন ৪ মার্চ বরগুনায় সপ্তম শ্রেণির এক কিশোরী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় তার বাবা বরগুনা সদর থানায় দুই আসামির বিরুদ্ধে মামলা করেন।

তারপর, ১১ মার্চ কিশোরীর বাবা কর্মস্থলে যাওয়ার পথে নিখোঁজ হন। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন, দাবি করেন পরিকল্পিত হত্যার।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ