আজ বৃহস্পতিবার সকাল নয়টার ফ্লাইটে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ ফুটবল দল। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করার পর আরেকটি ফ্লাইটে শিলং পৌঁছাবে দল। টিম হোটেলে পৌঁছাতে বিকেল পাঁচটা বেজে যেতে পারে। আগামীকাল থেকে শুরু হবে তাদের অনুশীলন।
দলটি ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে ভারতে রওনা হয়েছে, তবে ২৫ মার্চ ম্যানেজার মিটিংয়ের আগে আরেকজন বাদ পড়বেন। গতকাল কিংস অ্যারেনায় ২৭ জন ফুটবলার অনুশীলন করলেও রাতে লাগেজ গোছানোর সময় বাদ পড়েছেন আরিফ, পিয়াস আহমেদ নোভা এবং তাজ উদ্দিন।
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা দলে চূড়ান্ত নির্বাচন করতে সময় নিলেও ফটোসেশন শেষ হওয়ার পর কিছু ফুটবলারকে বাদ দিতে হয়। এর মধ্যে ২৪ জনের চূড়ান্ত স্কোয়াড নিয়ে ভারত যাচ্ছেন হামজা চৌধুরী ও আল আমিন।
সুত্রা২৪