18 C
Dhaka
Friday, January 16, 2026

সংস্কার বিষয়ে আলী রীয়াজ বললেন, ‘আমরা কোনো চাপের মধ্যে নেই’

advertisment
- Advertisement -spot_img

সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ জানিয়েছেন, সংস্কারের বিষয়ে কমিশনের ওপর কোনো চাপ নেই। তিনি বলেছেন, “আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেটি পালন করছি।”

আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

আলী রীয়াজ আরও জানান, “বিএনপি তাদের মতামত শিগগিরই জানাবে, আর ঈদের পর এনসিপির সঙ্গে আলোচনা হবে। আজ থেকেই ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামত আমরা পর্যালোচনা করছি এবং এ বিষয়ে কোনো সংশয় নেই।”

তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য আমরা কাজ করছি।”

এসময় সাংবাদিকরা কমিশনের ওপর রাজনৈতিক চাপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে ড. ইউনূস আছেন, তাই চাপের কোনো প্রশ্ন আসে না।”

এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব জমা দেওয়া হয়। মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল প্রস্তাবটি জমা দেয়।

আজ বিকেল ৩টায় প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এরপর অন্যান্য দলের সঙ্গে আলোচনা হবে।

এদিকে, সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন কাজ শুরু করেছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ