24 C
Dhaka
Friday, January 16, 2026

ঈদের আগে রেমিট্যান্স প্রবাহে আনন্দদায়ক বৃদ্ধি, ১৯ দিনে এসেছে ২৭,৪৭৪ কোটি টাকা

advertisment
- Advertisement -spot_img

প্রতি বছর ঈদ উপলক্ষে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পায় এবং এ বছরও ঈদুল ফিতর সামনে রেখে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে। চলতি (মার্চ) মাসের ১৯ দিনে প্রবাসীরা ২২৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ২৭,৪৭৪ কোটি টাকার বেশি।

এই ১৯ দিনে গড়ে প্রতি দিন প্রায় ১২ কোটি ডলার বা এক হাজার ৪৬৪ কোটি টাকা রেমিট্যান্স এসেছে। এই ধারা চলতে থাকলে মার্চে রেমিট্যান্সের নতুন রেকর্ড হতে পারে, বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বছর আগস্ট থেকে দেশে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর থেকে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি পায়। চলতি (২০২৪-২৫) অর্থবছরের ডিসেম্বরে দেশে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স আসে, যা পরবর্তীতে ফেব্রুয়ারিতেও ২৫৩ কোটি ডলার পৌঁছায়।

২০২৪-২৫ অর্থবছরের আট মাসে মোট রেমিট্যান্স এসেছে ১,৮৪৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৫৫ কোটি ডলার বেশি।

পূর্বে রেকর্ড করা সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ২০২০ সালের জুলাইয়ে, যখন ২.৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। কিন্তু ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স সেই রেকর্ড ভেঙে দেয়।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ