20 C
Dhaka
Friday, January 16, 2026

এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিল জাপান

advertisment
- Advertisement -spot_img

২০২৬ বিশ্বকাপে আয়োজক হিসেবে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে, এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল জাপান। আজ (বৃহস্পতিবার) বাহরাইনকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে তাদের অষ্টম বারের মতো অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।

এশিয়ান বাছাইপর্বের গ্রুপ ‘সি’তে ইতোমধ্যে শীর্ষে থাকা জাপান, যদিও প্রথমার্ধে তেমন একটা ছন্দময় ছিল না, দ্বিতীয়ার্ধে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড দাইসি কামাদা ৬৬ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন। ৮৭তম মিনিটে রিয়াল সোসিয়েদাদের তারকা তাকেফুসা কুবো আরেকটি গোল করলে জয় নিশ্চিত হয় তাদের।

এই জয়ের মাধ্যমে, তিন ম্যাচ বাকি থাকতে জাপান এশিয়ান অঞ্চল এবং পুরো বিশ্ব থেকে প্রথম দেশ হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল। এএফসি বাছাইপর্বের শীর্ষে আরও ৭টি দল এই মেগা টুর্নামেন্টের টিকিট কাটার সুযোগ পাবে। জাপান এখনও পর্যন্ত ৭টি ম্যাচের ৬টি জিতেছে, একটি ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র হয়েছে ১-১ গোলে। তারা ২৪টি গোল করেছে এবং মাত্র দুটি গোল খেয়েছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ