রাঙামাটির বরকল উপজেলায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৭ মার্চ) দুপুরে ছোটহরিনা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জ্ঞানরঞ্জন চাকমা (৪৫) ও পিংকু চাকমা (২২)।
বিজিবি সূত্রে জানা গেছে, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়, এবং তারা জানান, তারা ভারতীয় নাগরিক। তারা বাংলাদেশ থেকে কিছু পণ্য ভারতে পাচারের উদ্দেশ্যে এসেছিলেন এবং ছোটহরিনা বাজারে ভারতীয় পণ্য বিক্রি করছিলেন।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, আটককৃতদের কাছ থেকে ৭২ হাজার ৭০০ টাকা এবং ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কায়কসিলু জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বরকল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সুত্রা২৪


