20 C
Dhaka
Friday, January 16, 2026

বাংলাদেশে ফুটবল উন্মাদনা সৃষ্টি করে ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী

advertisment
- Advertisement -spot_img

গত ১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী। ভারতের শিলংয়ে ২৫ মার্চ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছিলেন।

আজ সকালে তিনি ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেড ক্লাবে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। ফ্লাইটটি সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট হয়ে ম্যানচেস্টারের উদ্দেশে যাত্রা করেছে।

হামজার ১০ দিনের সফর ছিল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক উজ্জ্বল অধ্যায়। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ তাকে ব্যাপক সংবর্ধনা এবং ভালোবাসা দেওয়া হয়। ১৮ মার্চ রাতে তিনি বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন এবং পরের দিন ঢাকায় অনুশীলন করেন। ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত ভারতের শিলংয়ে খেলতে যান।

বাংলাদেশে হামজার আগমন ফুটবলপ্রেমীদের মধ্যে এক নতুন উৎসাহ সৃষ্টি করে। বাংলাদেশ-ভারত ম্যাচের প্রতি জনগণের আগ্রহ অনেকটাই বৃদ্ধি পায়। হামজা ভারতীয় দলের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, তার বিনয়ী আচরণ এবং সতীর্থদের প্রতি সম্মান তাকে অতি অল্প সময়ে সবার হৃদয়ে স্থান করে দিয়েছে।

এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচটি ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। হামজা আবার বাংলাদেশে ফিরে আসার কথা রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজার আগমন বাংলাদেশের ফুটবলে নতুন আশার আলোর সৃষ্টি করেছে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ