18 C
Dhaka
Friday, January 16, 2026

নির্ধারিত সময়ে ট্রেন ছাড়ায় যাত্রীদের খুশি, বাড়ছে স্বস্তি

advertisment
- Advertisement -spot_img

বছর কয়েক আগে ঈদের সময় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ট্রেনের জন্য অপেক্ষা করতে হতো। তবে এবার পরিস্থিতি ভিন্ন। এখন ট্রেন নির্ধারিত সময়েই প্লাটফর্মে আসছে, আর যাত্রীরা স্বাচ্ছন্দ্যে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। নির্ধারিত সময়ে ট্রেন চলাচলের এমন সুব্যবস্থাপনা দেখে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও ভিড় বাড়লে কিছু যাত্রী ছাদে ওঠার চেষ্টা করলেও তাদের নামিয়ে দিচ্ছে কর্তৃপক্ষ।

ঢাকা রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, প্রতিটি প্লাটফর্মে ট্রেনের রেক রাখা হচ্ছে এবং প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। যাত্রীরা জানাচ্ছেন, এই ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক।

এক যাত্রী বলেন, “আগে ঈদের সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, কিন্তু এবার প্লাটফর্মে এসে দেখি ট্রেন নির্ধারিত সময়ে চলে যাচ্ছে, এটা সত্যিই ভালো লাগছে।”

স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, ভোর থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে।

এছাড়া, ঈদযাত্রায় ট্রেনের ছাদে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম।

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ