24 C
Dhaka
Friday, January 16, 2026

মেয়র হিসেবে শপথ গ্রহণ নিয়ে ইশরাকের প্রতিক্রিয়া

advertisment
- Advertisement -spot_img

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে আদালত। বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালের এ রায় প্রদান করেন।

তার আইনজীবীরা জানান, সরকার প্রজ্ঞাপন জারি করলেই ইশরাক শপথ নিতে পারবেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলীয় পর্যায়ে হবে বলে সাংবাদিকদের জানান ইশরাক হোসেন।

আদালতের রায়ে নৌকা প্রতীকের বিজয়ী সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের গেজেট বাতিল করা হয় এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় ইশরাক আদালতে উপস্থিত ছিলেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে উত্তরে আতিকুল ইসলাম ও দক্ষিণে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। গেজেট প্রকাশের পর তারা শপথ নিয়ে দায়িত্ব পালন করছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর তাদের মেয়র পদ বাতিল করা হয়।

২০২০ সালের ৩ মার্চ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ এনে মামলা দায়ের করেন ইশরাক হোসেন। মামলায় তৎকালীন সিইসি কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন এবং মেয়র শেখ ফজলে নূর তাপসসহ আটজনকে বিবাদী করা হয়।

এর আগে, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে বিজয়ী ঘোষণা করেছিল আদালত।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ