24 C
Dhaka
Friday, January 16, 2026

ঈদে ১ কোটি ২২ লাখ সুবিধাভোগীকে ভাতা বিতরণ করেছে সরকার: সমাজকল্যাণ সচিব

advertisment
- Advertisement -spot_img

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, বর্তমান সরকার গরিব, অসহায় এবং নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ঈদের আগে প্রায় ১ কোটি ২২ লাখ সুবিধাভোগীকে তাদের ভাতার অর্থ পাঠানো হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে ঈদপূর্ব মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। ড. মহিউদ্দিন বলেন, “এই সরকার জনগণের সরকারেরূপে গরিব মানুষের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী অর্থবছরে সামাজিক সুরক্ষাখাতে আরও বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ, এবং তাদের কাছ থেকে আমরা জানতে পারি আমাদের কার্যক্রম কোথায় ভুল হচ্ছে। তাদের মতামতের ভিত্তিতে আমরা আমাদের কাজের ভুলগুলো শোধরানোর চেষ্টা করি।”

ড. মহিউদ্দিন তার বক্তব্যে সমাজকল্যাণ কর্মসূচির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর গুরুত্ব দেন। তিনি জানান, তিনি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে বিশ্বাসী। “অল্প আয়ে ভালোভাবে চলা যায় যদি সততা এবং স্বচ্ছতা থাকে,” বলেও তিনি উল্লেখ করেন।

ঈদের সময় দ্রব্যমূল্যের প্রসঙ্গ তুলে সমাজকল্যাণ সচিব বলেন, “সরকার রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশংসনীয় কাজ করেছে। ঈদের সময় মানুষ ট্রাফিক জ্যাম ছাড়াই নিরাপদে যাতায়াত করতে পেরেছে।”

এসময় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম বিভাগের সমাজসেবা অধিদপ্তরের পরিচালক কাজী নাজিমুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ