24 C
Dhaka
Friday, January 16, 2026

উখিয়ায় জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

advertisment
- Advertisement -spot_img

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় কুতুপালং জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন। রোববার (৬ এপ্রিল) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। রোববার সকালে বিষয়টি ঘিরে উত্তেজনা চরমে পৌঁছায় এবং তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে খতিব আব্দুল্লাহ আল মামুন প্রাণ হারান।

নিহত অন্য দুজনের মধ্যে একজনের নাম হাসান বলে জানা গেছে, তবে তৃতীয় ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিস্তারিত তথ্য আসছে….

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ