18 C
Dhaka
Saturday, January 17, 2026

মা-ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যার সন্দেহ

advertisment
- Advertisement -spot_img

ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের পূর্ব রায়াপুর গ্রামে একটি বাগান থেকে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন রুবী বেগম (৫৫) এবং তার ছেলে আসাদ মাঝি (৩৫)। তাদের মরদেহ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

রুবী বেগমের দেবর শান্ত মির্জা জানান, তিনি সকালে কলাবাগানে পানি দিতে গিয়ে একটি রেইন্ট্রি গাছের সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-ছেলের মরদেহ দেখতে পান এবং স্থানীয়দের ডাক দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রতিবেশীরা জানিয়েছেন, এই ঘটনার আগের দিন থেকে রুবী বেগমের অপর দুই ছেলে আহাদ মাঝি ও সোহাগ মাঝি নিখোঁজ ছিলেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে যে, মা ও ছেলে দুজনেই আত্মহত্যা করেছেন, তবে মৃত্যুর সঠিক কারণ এখনো স্পষ্ট হয়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় তদন্ত চালিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ