20 C
Dhaka
Friday, January 16, 2026

আমিরাতের সহায়তায় দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব গড়ার উদ্যোগ: ক্রীড়া উপদেষ্টা

advertisment
- Advertisement -spot_img

বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটি আধুনিক স্পোর্টস ভিলেজ বা হাব প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এবার সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় দেশের আট বিভাগে আধুনিক স্পোর্টস হাব তৈরি করার উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

রোববার (৬ এপ্রিল) জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, “প্রথম থেকেই আমরা একটি কেন্দ্রীয় স্পোর্টস ভিলেজ তৈরির কথা ভাবছিলাম, তবে ক্রীড়া বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে এবার দেশের ৮ বিভাগে স্পোর্টস হাব তৈরি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই প্রকল্পে সহযোগিতা করবে সংযুক্ত আরব আমিরাত।”

এছাড়া, তিনি জানান, চীনের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও, অবশেষে আরব আমিরাতের সঙ্গে এই প্রকল্প নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আরব আমিরাত সফরকালে এই বিষয়টি উত্থাপন করেন এবং দেশটি বাংলাদেশকে এই প্রকল্পে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে।

স্পোর্টস হাব তৈরিতে কত অর্থ ব্যয় হবে, সে সম্পর্কে বিস্তারিত চূড়ান্ত হয়নি, তবে আশা করা যাচ্ছে আগামী অর্থবছরে কাজ শুরু হবে।

সুত্রা২৪

সর্বশেষ সংবাদ
- Advertisement -spot_img
আরও নিউজ